Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভার সিদ্ধান্তসমূহ

অদ্যকার সভায় মাননীয় ইউপি চেয়ারম্যান সাহেবের সভাপতিত্বে সভার কার্য আরম্ভ করা হইল ।

 

 

১|    আলোচ্য বিষয় t

 

       প্যানেল চেয়ারম্যান নির্ধারণ সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন ।  

 

       অদ্যকার সভায় মাননীয় চেয়ারম্যান সাহেব সভাকে জানান যে, অত্র ইউনিয়নের কাজের জন্য অনেক সময় বাহিরে যেতে হয় । তাহা ছাড়াও ব্যক্তিগত কাজেও বাহিরে এবং শারীরিক অসুস্থতার কারণে অনেক সময় চেয়ারম্যান পরিষদে আসতে পারে না ।

 

     এজন্য সরকারি নিয়ম নীতিমালা অনুযায়ী অদ্যকার সভায় চেয়ারম্যান সাহেব সভাকে জানান যে, ইউনিয়ন পরিষদের সুবিধার্থে ০৩ (তিন) সদস্য বিশিষ্ট প্যানেল চেয়ারম্যান গঠন করা অত্যান্ত প্রয়োজন ।

 

       অদ্যাকার সভায় চেয়ারম্যান সাহেবের বক্তব্যের উপর আলোচনা পর্যালোচনা করিয়া সর্ব্ সম্মতিক্রমে সরকারি নীতিমালা অনুযায়ী ০৩ (তিন) সদস্য বিশিষ্ট যথা (১) মোঃ সাইদালি, ইউপি সদস্য (ওয়ার্ড নং-৩)(২) মোঃ বাদশা, ইউপি সদস্য (ওয়ার্ড নং-৫)(৩) মোছাঃ সাহিদা ইউপি সংরক্ষিত মহিলা সদস্যা (ওয়ার্ড নং-১, ২, ৩) কে প্যানেল চেয়ারম্যান কমিটি গঠন করা হইল ।

 

       অদ্যকার সভায় আর কোন আলোজনা না থাকায় সভাপতি সাহেব উপস্থিত সকলকে ধন্যবাদ দিয়ে সভার কাজ সমাপ্তি ঘোষনা করেন । 

 

 

 

                                                                                      স্বাক্ষর অস্পষ্ট

                                                                                         সভাপতি

                                                                                       চেয়ারম্যান

                                                                            নশিপুর ইউনিয়ন পরিষদ

                                                                            নশিপুর, গাবতলি, বগুড়া ।